জেনে নিন Redmi 9-এর দাম ও স্পেসিফিকেশন
কোয়াড রিয়ার ক্যামেরা, ৫০২০ mAh-সহ লঞ্চ হল Redmi 9, প্রি-বুকিং শুরু ১৫ জুন থেকে
Xiaomi লঞ্চ করল জনপ্রিয় বাজেট স্মার্টফোন Redmi 9। এই স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হবে ১৫ জুন থেকে। Redmi 9-এর বিশেষ আকর্ষণ এর বিশাল ব্যাটারি আর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। COVID-19 মরামারীর জন্য Xiaomi আপাতত বন্ধ রেখে ফোন এক্সচেঞ্জ অফার। স্পেনে লঞ্চ করা হয়েছে Redmi 9, আর আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই ভরতে লাউচনহ করা হবে এই স্মার্টফোনটি। জেনে নিন ফোনটি স্পেসিফিকেশন
Redmi 9-এ রয়েছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+এলসিডি ডিসপ্লে। এই ফোনে রয়েছে MediaTek Helio G80 প্রসেসর। রয়েছে ৫০২০ mAh ব্যাটারির সঙ্গে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট। Redmi 9-এ সিকিউরিটির জন্য ফেসিয়াল আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, ওয়াইফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ ভি ৫.০, ওয়াইফাই ডায়রেক্ট, FM Radio, NFC, GPS, AGPS, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট।
স্টোরেজ - দুটি ভেরিয়েন্টে পাওয়া জবে এই ফোন, 3GB RAM+32GB স্টোরেজ আর 4GB RAM ও 64GB স্টোরেজ। ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, এর সাহায্যে আপনি ফোনের স্টোরেজ বাড়িয়ে 512GB করে নিতে পাড়বেন।
ক্যামেরা - ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেলের সেসর। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
দাম - Redmi 9-এর দাম শুরু হচ্ছে ১৪৯ ইউরো (প্রায় ১২,৮০০ টাকা) থেকে। 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৭৯ ইউরো (প্রায় ১৫,৩০০ টাকা), তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি - গ্রিন, সানসেট পার্পেল আর কার্বন গ্রে।
Post a Comment
0 Comments
Please Do Not share any spam link in comment box.