Mobile
কম দাম, বেশি ফিচার্স...দেখুন ₹5000-এর নীচের সেরা স্মার্টফোন!
কম দাম, বেশি ফিচার্স...দেখুন ₹5000-এর নীচের সেরা স্মার্টফোন!
স্মার্টফোন এখন প্রায় সকলের হাতে হাতেই। তবুও অনেকেই রয়েছেন, যাঁরা অর্থাভাবে স্মার্টফোন কিনতে পারেন না। জেনে রাখা ভালো, 5000 টাকার নীচেই বেশ কিছু সংস্থা স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে ইতিমধ্যেই। সেই তালিকায় রয়েছে Xiaomi, Nokia বা LAVA-র মতো সংস্থা। প্রশ্ন উঠতেই পারে, এত অল্প দামে স্মার্টফোন? তাদের পারফরম্যান্স আদৌ ভালো হবে তো? উত্তর একটাই, হ্যাঁ। 5000 এর নীচেও বাজারে যে স্মার্টফোনগুলি আপাতত বাজারে মিলছে, সেগুলিরও পারফরম্যান্স বেশ ভালোই। এই রেঞ্জের মধ্যে স্মার্টফোনগুলি সবই 4G LTE এবং 720p ডিসপ্লে যুক্ত। কিছু স্মার্টফোনে আবার ডিসেন্ট ক্যামেরাও রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এমনই কিছু স্মার্টফোন যাদের মূল্য 5000 টাকার কমই।




এই ফোনে 5 ইঞ্চি এবং 12.7 cm FWVGA বিশেষ ডিসপ্লে রয়েছে। ফোনের RAM 1 GB এবং ROM 8 GB। 32 GB অবধি স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে। ফোনে মূলত দুটি ক্যামেরা রয়েছে। একটি 5 MP Rear Camera, অপরটি 2 MP Front Camera। Android v8.1 (Oreo) OS সংস্করণে চলতে সক্ষম এই স্মার্টফোন। Micromax-এর এই ফোনের প্রসেসর 1.3 GHz Quad Core। দুর্ধর্ষ এই ফোনের ব্যাটারি 2000 mAh। Amazon-এ এই ফোনের দাম মাত্র 4,066 টাকা।


এই ফোনের স্ক্রিন সাইজ 4.5" (480 x 854)। Quadcore MediaTek MT6580A প্রসেসার দ্বারা চালিত এই ফোন। 1 GB RAM এবং 8 GB স্টোরেজ রয়েছে দুর্ধর্ষ এই স্মার্টফোনে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 64 গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ফোনে একটি 5MP Rear এবং সামনেও একটি 5MP ক্যামেরা রয়েছে। Amazon-এ Infocus Bingo 10 স্মার্টফোনটি এই মুহূর্তে 4,500 টাকায় পাওয়া যাচ্ছে।
Post a Comment
0 Comments
Please Do Not share any spam link in comment box.