সস্তায় মিডিয়াটেকের এই বিশেষ প্রসেসরের সাথে প্রথম ফোন হবে Realme C11, আসছে শীঘ্রই

কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম যে রিয়েলমি আরও একটি সস্তা ফোন বাজারে আনছে, যার নাম Realme C11। ফোনটিকে কিছুদিন আগে থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার জানা গেল রিয়েলমি সি ১১ ফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরের সাথে আসবে। আবার ফোনটিকে ভারতের আগে মালয়েশিয়ায় লঞ্চ করা হবে।
আজ কোম্পানি মালয়েশিয়ায় ফেসবুক পেজে এই ফোনের ছবি শেয়ার করেছে। যেখানে কোম্পানি ‘World’s First Helio G35- Play More Smoothly’ ট্যাগলাইন ব্যবহার করেছে। অর্থাৎ মিডিয়াটেক হেলিও জি ৩৫ এর সাথে এই ফোনটি প্রথম ফোন হবে। যদিও ছবিতে কোম্পানি ফোনের নাম লেখেনি, তবে যে মডেল নম্বরটি লিখেছে সেটি সার্টিফিকেশন সাইটের মডেল নম্বরের সাথে মিল আছে।
সার্টিফিকেশন সাইটে এই ফোনের মডেল নম্বর হল RMX2185। ওয়েবসাইটে ফোনের কিছু ফিচারও উল্লেখ ছিল। এই ফোনে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এটি একটি এলটিই ডিভাইস হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর সাথে আসবে। আবার এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হবে।
Realme C11 ফোনটি রিয়েলমি সি ৩ এর আপগ্রেড ভার্সন হবে। এই ফোনটির দাম শুরু হতে পারে ৮ হাজার টাকা থেকে। কোম্পানি এই ফোনটিকে Redmi 8A Dual এবং Redmi 8 এর মত ফোনকে টেক্কা দিতে লঞ্চ করবে। যদিও ফোনটির সঠিক লঞ্চ ডেট এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে এই ফোনটি বাজারে আসবে।
Post a Comment
0 Comments
Please Do Not share any spam link in comment box.