৬২ হাজারের ফোন মাত্র ২৩ হাজারে, স্যামসাং দিচ্ছে দুর্দান্ত অফার
৬২ হাজারের ফোন মাত্র ২৩ হাজারে, স্যামসাং দিচ্ছে দুর্দান্ত অফার
সস্তায় দামি স্মার্টফোন কিনতে চাইলে আপনার জন্য সুবর্ণ সুযোগ৷ কারণ স্যামসাংয়ের অফিসিয়ালওয়েবসাইটে শুরু হয়েছে Mothers Day With Galaxy অফার৷ PHOTO- FILE
এই অফারে সংস্থার ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, টেলিভিশনের পাশাপাশি প্রিমিয়াম স্মার্টফোনেও মোটা টাকার ছাড় দেওয়া হচ্ছে৷ অর্ধেকেরও কম দামে মিলছে বিভিন্ন স্মার্টফোন৷ PHOTO- REPRESENTATIVE
এই অফারে ৬২ হাজার টাকা মূল্যের গ্যালাক্সি এস নাইন মাত্র ২২,৯৯৯ টাকায় দিচ্ছে সংস্থা৷ যার অর্থ এইঅফারে ফোনটি কিনলে ৩৯,০০১ টাকার ছাড় পাবেন গ্রাহক৷ ৭ মে থেকে শুরু হয়েছে এই অফার, চলবে১১ মে পর্যন্ত৷ PHOTO- FILE
গ্যালাক্সি এস নাইন-এ ৫.৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে৷ লঞ্চ করার সময় ফোনটিতে Android 8.1Oreo অপারেটিং সিস্টেম ছিল৷ এর সঙ্গে 1.7GHz অক্টা- কোর প্রসেসর রয়েছে, এক্টেন্ডেবল মেমোরি রয়েছে 400GB পর্যন্ত৷ PHOTO-REPRESENTATIVE
এছাড়াও গ্যালাক্সি এস নাইন-এ সুপার স্পিড ডুয়াল পিক্সেল-এর সঙ্গে 12 মেগাপিক্সেল অটোফোকাস রিয়ারক্যামেরা রয়েছে৷ যাতে f/1.5-f/2.5 অ্যাপারচার- এর সুবিধা রয়েছে৷ সেল্ফি তোলার জন্য ৮মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে৷ PHOTO- REPRESENTATIVE
ফোনটিতে 3000mAh ব্যাটারি রয়েছে যার মধ্যে ৪৮ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক টাইল রয়েছে৷PHOTO- REPRESENTATIVE
Post a Comment
0 Comments
Please Do Not share any spam link in comment box.